বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল অফিসার আলাউদ্দিন হোসেন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব. মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, সিনিয়র সাংবাদিক শংকর রায়,
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ঈমানী ও কেয়ারের প্রতিনিধি প্রতিমা রায় সাংবাদিক আব্দুল হাই, হিফজুর রহমান তালুকদার জিয়া, বিপ্লব দেব নাথ। প্রমুখ।
Leave a Reply