স্টাফ রির্পাটার:–
সুনামগঞ্জের জগন্নাথপরে
আজ শনবিার জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া ৬ হাজার ১ শ ৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আবুল হোসাইন সেলিম জগ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৬ শ ৩৭টি ভোট। বিএনপির মনোনীত প্রার্থী রাজু আহমদ
ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩ শ ৩৪ টি ভোট, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতিক নিয়ে আবিবুল বারী আয়হান পেয়েছেন ১ হাজার ১৬ টি ভোট। ১১টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাত ৮টায় নির্বাচন রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ হাওলাদার ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত পৌরসভার মেয়র আব্দুল মনাফ চলিত বছরের জানুয়ারী মাসে মৃত্যু বরণ করেন, ফলে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়।
Leave a Reply