ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার যৌথ আয়োজনে রবিবার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এ সময় নৃত্য, সঙ্গীত, একক অভিনয়সহ বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় ১৯ জন প্রতিযোগী। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply