আন্তর্জতিক ডেস্ক:: গন্তব্যে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বাতিল করেছে ভা’রতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
সোমবার (১২ অক্টোবর) উড়িশ্যার উৎক্ষেপণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরে নির্ভ’য় ক্ষেপণাস্ত্রটি ছাড়ার পর মাঝপথে অ’ভিযান বাতিল করা হয়।
উৎক্ষেপন প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মক’র্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০ টায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ছাড়া হয় নির্ভ’য় ক্ষেপণাস্ত্র। কিন্তু মাঝপথে সমস্যা দেখা দেয়ায় ৮ মিনিট পরেই তা বাতিল করা হয়।
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সে’নাদের উপস্থিতি ও সাম’রিক সজ্জা বৃদ্ধির জেরে অ’ত্যাধুনিক দ্রুতগতির নজরদারি ব্যবস্থা ও নতুন প্রযু’ক্তির সম’রাস্ত্র সমাগমে জো’র দিয়েছে ভা’রত।
ডিআরডিও সূত্রে জানা গেছে, কয়েক মাসের মধ্যেই আরও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা রয়েছে, যার পরে নির্ভ’য়কে সীমান্তে বহাল ভা’রতীয় সে’নাবাহিনীর অ’স্ত্র সম্ভা’রে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করা হবে।
Leave a Reply