ডেস্ক রিপোর্ট ::
এবার গাজীপুরে প্রাইভেট’কার থেকে ছে’লেকে নামিয়ে মাকে ধ’’ র্ষ’ ণের অ’ভিযোগ উঠেছে চালকের বি’রুদ্ধে। এ ঘটনায় অ’ভিযু’ক্ত চালক পিন্টু মিয়াকে গ্রে’ফতার করেছে পু’লিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রে’ফতার পিন্টু জে’লার কালিয়াকৈরের নাওলা গ্রামের আব্দুল বারেকের ছে’লে।
ভুক্তভোগী নারী জানান, তিনি একটি পার্লারে কাজ করেন। প্রাইভেট’কার ভাড়া নিয়ে যাতায়াতের সুবাদে চালক পিন্টুর সঙ্গে তার পরিচয় হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি আট বছরের ছে’লেকে নিয়ে পিন্টুর প্রাইভেট’কারে ঘুরতে বের হন। চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় গিয়ে ছে’লেকে একটি দোকানে নামিয়ে রেখে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যান পিন্টু। পরে সেখানে তাকে ধষর্ণ করা হয়।
তিনি আরো জানান, তার চি’ৎকারে পথচারীরা এগিয়ে এলে প্রাইভেট’কার থেকে তাকে নামিয়ে দিয়ে পিন্টু দ্রুত পালিয়ে যান। পরে তিনি কাশিমপুর থা’নায় পিন্টুর বি’রুদ্ধে ধ’’ র্ষ’ ণ মা’মলা করেন।
জিএমপির কাশিমপুর থা’নার ওসি মাহবুব-এ-খোদা জানান, অ’ভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে পিন্টু মিয়াকে গ্রে’ফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে শুক্রবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম’দ মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠানো হবে।
জা.নি.জি.
Leave a Reply