রিয়াজ রহমান,
সরকারি নির্দেশনা মোতাবেক আলুর খুচরা মূল্য কেজি প্রতি সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে ১৫ অক্টোবর বৃহস্পতিবার জগন্নাথপুর সদর বাজার এলাকায় জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই সময় বেশি দামে আলু বিক্রয়সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আলুর মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের কে সচেতন করা হয় এবং সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করে সরকারের নির্দেশনা অমান্য কওে বেশী দামে আলু বিক্রয় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে ব্যবসায়িদের হুশিয়ার করা হয়।
Leave a Reply