জগন্নাথপুরে দু’দিনে শিশুসহ দুই লাশ উদ্ধার করে পুলিশ
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’দিনে এক কিশোরী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়েনর ইসলামপুর গ্রামের আন্তর মিয়ার মেয়ে সারজানা আক্তার (১৪) ঝুলন্ত অবস্থায় লাশ এবং মঙ্গলবার দুপুরে পাইলগাঁও ইউনিয়েনর পূর্ব কাতিয়া গ্রামের আরশ মিয়ার (১৯) মাসের শিশু সন্তান আনাছ মিয়ার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশ ২টি সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়েনর ইসলামপুর গ্রামের আন্তর মিয়া মেয়ে সারজানা আক্তার (১৪) তাঁর নিজ বাড়িতে শোয়ার ঘরে ওড়না দিয়ে ঘরের তিরের সঙ্গে ঝোলানো ছিল। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইসরাক আলী।
এদিকে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় পাইলগাঁও ইউনিয়েনর পূর্ব কাতিয়া গ্রামের আরশ মিয়ার ১৯ মাসের শিশু আনাছ মিয়া বসত বাড়ি সামনে খালের পানি ডুবে মারা যায়। কবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য দুরূদ মিয়া জানান, বাড়ির সামনে খালের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ময়না তদন্তের জন্য লাশ ২টি সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply