মাসুদ আহমদ শিকদার :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সর্বত্র সবজির বাজরে লাগামহীন ভাবে বাড়ছে সবজির দাম এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ সহ উপজেলার সর্বস্তরের মানুষ। আলু সহ সব সবজির দাম বাড়তি নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আলু সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে কৃষি বিপনন অধিদপ্তরের সিদ্বান্ত মানছেন না খুচরা ও পাইকারি ব্যাবসায়ীরা। এদিকে সরকার আলুর দাম ৩০টাকা রাখার সিদ্বান্ত নেয় কিন্তু বর্তমানে ৪৫-৫০ টাকা করে বিক্রয় করছে খুচরা ব্যাবসায়ীরা। উপজেলার বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করে দেখা যায় এক ওই অবস্তা সাধারন মানুষের কাছে সবজি বাজর সম্পর্কে জানতে চাইলে একজন বলেন : সাপ্তাহ এর ব্যাবদানে প্রতি কে,জি সবজিতে বেড়েছে প্রায় ১৫-২০টাকা,আবার কোনো কোনোটা ২০-৩০টাকা এতে দিনমজুর মানুষদের পক্ষে ২কেজি সবজি কেনা প্রায় অসম্ভব হয়ে পরেছে। রবি মৌসুম এর শুরুতে আকস্মিক বৃষ্টির ও করোনা ভাইরাস (কোভিট-১৯) এর অজুহাত দেখিয়ে সব ধরনের সবজির দাম বাড়াচ্ছেন ব্যাবসায়ীরা। খুচরা ব্যাবসায়ীদের কাছে দাম বাড়ার কারণ জানতে চাইলে তারা বরাবরের মতোই আড়তদারদের দোষ দিচ্ছেন। ।সাধারন মানুষের দাবি সরকারের সিদ্বান্ত বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে নেই স্থানীয় প্রশাসন এর কোনো উদ্যাগ। স্থানীয়দের দাবি যত দূত সম্ভব সব ধরণের বাজার নিয়ন্ত্রন করা প্রয়োজন।
Leave a Reply