একরাম হাসান::
ফ্রান্সে সরকার কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও অালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সকল মুসলমানের কাছে ক্ষমা চাওয়ার আহবান করা হয় এবং সবাইকে কঠোর হুশিয়ারী করা হয় ফান্সের পর্ণ বর্জন সম্পর্কে। গতকাল (০৭ নভেম্বর) সকাল ১১ ঘটিঘায় এলাকাবাসী সহ সর্বস্থরের মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অালোচনাসভা অনুষ্টিত হয়। খন্ড খন্ডে মিছিল সহকারে শ্রীরামসী হাফিজিয়া মাদ্ররাসার ময়দানে উপস্থিত হন। এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রসা ও ধর্ম প্রান মুসলমান সমাবেত হন , মিছিলটি শ্রীরামসী মদিনাতুল উলূম মাদ্ররাসা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শ্রীরামসী বাজারে এসে এক পথ সভা অনুষ্টিত হয়।
মাওলানা দুদু মিয়ার সভাপতিত্বে মাওঃ দিলোয়ার হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন পাঁচ মহল্লার জামে মসজিদের ঈমাম, সাতহাল জামে মসজিদের ঈমাম, দিঘিরপাড় জামে মসজিদের ঈমাম, শ্রীরামসী কেন্দ্রিয় বড় মসজিদের ঈমাম, শ্রীরামসী হাঃ মাদ্রাসার সম্মানিত সুপারেনটেন্ড, শ্রীরামসী মদিনাতুল উলুম মাদ্রাসার আতা’তিযায়ে কেরাম।
শ্রীরামসী আঞ্চলিক তা’লামিয শাখার সাধারণ সম্মাদক, মোঃ এনায়াতুর রহমান ইমরান প্রমুখ।
Leave a Reply