সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির মাসিক সভা রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিসেট্রট মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিসেট্রট মোঃ সোহেল মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, ছাতক পৌর মেয়র আবুল কালাম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, শাললা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মোঃ আমিনুল হক, পরিচালক অমল কান্তি কর, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মি, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ,সুনামগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। সভায় সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা সন্তোষজনক বলে অভিমত ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply