হিফজুর রহমান তালুকদার জিয়া ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামে অবস্থিত পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়। ১৯৯৪ সালে স্থাপিত বিদ্যালয়টি ৪ একর ৩০ শতক ভূমির উপর অবস্থিত। ২০২০সালের জুন মাসে বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির মেয়াদ শেষ হওয়ার পর ১৫ জুলাই চার সদস্যের এডহক কমিঠি গঠন করা হয়। এডহক কমিঠির অভিবাবক সদস্য নির্বাচিত হন গোলাম রব্বানী। তিনি এডহক কমিঠির সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার দান শীল প্রবাসীদের অর্থায়নে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। গোলাম রব্বানীর প্রচেষ্টায় ২ লক্ষ টাকা করে অনুদানের মাধ্যমে ৩ জনকে আজীবন দাতা সদস্য হিসেবে অন্তরভুক্ত করেন। আজীবন দাতা সদস্য তিন জন হলেন লন্ডন প্রবাসী জালাল উদ্দিন, লন্ডন প্রবাসী আবু বক্কর জাকারিয়া, সুইডেন প্রবাসী ফাইজুল ইসলাম। এ ছাড়া ও এডহক কমিঠির অভিবাবক সদস্য গোলাম রব্বানীর চেষ্টায় এলাকার প্রবাসীদের অর্থায়নে স্কুলের মাঠে মাটি ভরাট,বিদ্যালয়ের রং করন , সীমানা প্রাচীর ও ওজু খানা নির্মান করে বিদ্যালয়ের সৌন্দয্য বর্ধনে কাজ করে যাচ্ছেন। গোলাম রব্বানীর ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার এক প্রবাসী বিদ্যালয়ের আইসিটি সেক্টরের উন্নয়নের স্বার্থে ১লক্ষ ৫০হাজার টাকা প্রদান করেন।
বিদ্যালয়ের এডহক কমিঠির অভিভাবক সদস্য গোলাম রব্বানী জানান, আমি এডহক কমিঠির সদস্য নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষকদের সাবেক ৪ বছরের বেতন পরিশোধ করে দেই এবং এলাকার প্রবাসীদের অর্থায়নে পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাত্র ৩ মাস ২৩ দিনের মাথায় বিদ্যালয়ের যে উন্নয়ন আমি করেছি এবং আগামীতে প্রবাসীদের মাধ্যমে আরও উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছি এ সব উন্নয়ন কে বাঁধাগস্থ করতে একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এতে বিদ্যালয়ের উন্নয়নের শার্তে প্রবাসীসহ এলাকাবাসী সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানান।
Leave a Reply