সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহহীন ১০ টি হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে ১০টি সেমি পাকা বসতঘরের চাবি হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
মুজিব বর্ষ উল্লেখ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ নভেম্বর বৃহস্পতিবার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন রাজাই হাজং পাড়ায় ঘর হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, এছাড়া আরও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,কেন্দ্রীয় আদিবাসী নেতা এন্ড্র সোলেমার, স্থানীয় আদিবাসী সংঙ্কর মারাক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিসি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন, পি আইও শফিকুল ইসলাম, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, স্থানীয় ইউপি সদস্য সম্রাট মিয়া, সদস্যা শুসমা জাম্বিল প্রমুখ। আলোচনা সভা পূর্বে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নের গ্রহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত শীর্ষক কর্মচসূচীর আওতায় ২ লক্ষ্য ২০ হাজার টাকা ব্যয়ে নির্মানাধীন সেমি পাকা বসতঘর অনানুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্ভোদন শেষে তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন রাজাই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নবেন্দ্র হাজং ও প্রার্থনা দেবী হাজং এর কাছে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক ।
Leave a Reply