হিফজুর রহমান তালুকদার জিয়া ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ( ২৯ নভেম্বর ) সকাল ১০টায় জগন্নাথপুর থানার আয়োজনে জগন্নাথপুর পৌরসভার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল হাই’র পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) মোছলেহ উদ্দিন, সাংবাদিক শংকর রায়, পাটলি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনু মোহাম্মদ মতছির মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী প্রমূখ। সভাপতির বক্তব্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ফেসবুক ও অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকার বিরোধী গুজব ও জনসাধারণকে হয়রানী মূলক প্রচার প্রচারনা আমরা তা হতে দেব না।
এবং বিকাশ প্রতারক চক্রের হাত থেকে সবাই শর্তক থাকবেন, তিনি আরো বলেন এখন শিত কাল এসময় চুরি ডাকাতি বাড়তে পারে চুর ডাকাতদের কে তাদের বাড়িতে থাকতে দেয়া হবেনা তাদের মাধ্যমে চুরি ডাকাতি সংগঠিত হতে পারে। মাদক নিয়ে তিনি বলেন মাদক কারবারীদের ঠাই জগন্নাথপুরে হবেনা। তাদেরকে নির্মূল করে দেয়া হবে। সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply