দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুস সামাদ আজাদ পুত্র আজিজুস সামাদ আজাদ (ডন) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দে ভাসছে দক্ষিণ সুনামগঞ্জ।
সোমবার (৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্থানীয় নোয়াখালী বাজারে তৃনমূল আওয়ামীলীগের জনপ্রিয় নেতা আজিজুস সামাদ আজাদ ডনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সাব্বির আহমদ, উপজেলা মটর শ্রমিক লীগের সভাপতি আব্দুল আউয়াল, উপজেলা শ্রমিক লীগ নেতা আজির উদ্দিন, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাহির আহমদ, আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদ, আসমত আলী, উপজেলা ছাত্রলীগ নেতা আলী আহমদ সুজন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুস সামাদ আজাদের সুযোগ্য উত্তরসুরী আজিজুস সামাদ আজাদ ডন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় হাওরপাড়ের মানুষ আনন্দিত। আজিজুস সামাদ আজাদ ডনের সুযোগ্য নেতৃত্বে তৃনমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এর মাধ্যমে সুনামগঞ্জে আওয়ামীলীগ আরো বেশী সুসংগঠিত ও শক্তিশালী হবে।
Leave a Reply