জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের উদ্যোগে কোমলমতি দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি-পাজামা বিতরণ, ক্যান্সার রোগী ছাত্রীকে নগদ অর্থ বিতরণ, ধর্মীয় বই বিতরণ ও বৃক্ষরোপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আরশ মিয়া।
পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুহিত এর সভাপতিত্বে ও দেশে থাকা প্রবাসী ফোরামের পক্ষে স্বেচ্ছাসেবকদের মধ্যে মিরহাজ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক আহমদ মেম্বার, সিনিয়র সাংবাদিক শংকর রায়, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন, শিক্ষক অধির রঞ্জন দাস, হাজী আক্কাছ মিয়া ও মো.শাহজাহান মিয়া।
বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ফয়জুল হক, রাণীগঞ্জ কলেজের প্রভাষক মিছলুর রহমান, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদের মধ্যে জুরান আহমদ।
এ সময় এলাকার প্রবীণ মুরব্বি আবদাল মিয়া, বকুল মিয়া, মন্নান মিয়া, ইলিয়াছ মিয়া, মিছবাউজ্জামান, আবদুল ওয়াহিদ, পরাশ মিয়া, ইউপি সদস্য ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবকদের মধ্যে হুমায়ূন, জাবেদ, মিঠু, জমির, আবু খালেদ, জুম্মান, সুয়েব, জুনেদ, অপু, আশরাফ নাদিম, নাজমুল, বেলাল, রেজা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৫টি মাদ্রাসার ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঞ্জাবি-পাজামা বিতরণ, ক্যান্সার রোগী ছাত্রীকে ফোরামের পক্ষ থেকে নগদ ৪০ হাজার টাকা প্রদান, ধর্মীয় বই বিতরণ, স্কুল প্রাঙ্গনে শতাধিক বৃক্ষরোপন ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে প্রবাসী ফোরামের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করেন ফ্রান্স প্রবাসী মতিউর রহমান, স্পেন প্রবাসী লিটন মিয়া, গ্রীস প্রবাসী রাজেল আহমেদ, ফ্রান্স প্রবাসী শরিফুল হক জনি, ইতালি প্রবাসী অলিউর রহমান, জাহাঙ্গীর আলম, লন্ডন প্রবাসী রুহিদ মিয়া, গ্রীস প্রবাসী দবির মিয়া, জুয়েল আহমেদ, ইতালি প্রবাসী সুয়েব আহমেদ, লন্ডন প্রবাসী মাহবুব হুসাইন, ফ্রান্স প্রবাসী রনি মিয়া, ইতালি প্রবাসী জাহান মিয়া, রিংকু মিয়া, নাজমুল ইসলাম, ফ্রান্স প্রবাসী বুলবুল আহমেদ, খালেদ আহমেদ, ওমান প্রবাসী মেহেদী হাসান মিঠু, ইতালি প্রবাসী নাঈম ইসলাম ও মো. এমরান হুসেন।
Leave a Reply