সিলেট প্রতিনিধি::
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ ও সিলেট জেলা অটোরিকশা অটোটেম্পু শ্রমিক জোট রেজি নং- ২০৯৭ এর যৌথ উদ্যোগে ৫ দফা দাবি আদায়ে বাস্তবায়নের লক্ষ্যে ১১ ডিসেম্বর শুক্রবার দক্ষিণ সুরমা কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত্বরের সভাপতি মো. মুছা মিয়ার সভাপতিত্বে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর সভাপতি মো. জাকারিয়া আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিকশা অটোটেম্পু শ্রমিক জোট রেজি নং- ২০৯৭ এর কার্যকরী সভাপতি মো.মতছির আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২০৯৭ কমিটির সভাপতি খলিল খান, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, কদমতলী মুক্তিযুদ্ধা চত্বর ও ওভারব্রিজ বাইপাস শাখার সহ-সভাপতি ইসরাইল খান, কদমতলী মুক্তিযুদ্ধা চত্বর ও ওভারব্রিজ বাইপাস শাখার সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, অর্থ সম্পাদক রিয়াদ মিয়া, উপদেষ্টা কাদির মিয়া, ওলি আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন মো. দেলোয়ার হোসেন, মো. ছাদেক মিয়া, ৭০৭ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলতাফ হোসেন চৌধুরী, রাজা আহমদ রাজা, ৭০৭ হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি মো. মানিক মিয়া, সম্পাদক মফিজুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত সেন পাল, ওভারব্রিজ, টার্মিনাল, পুলের মুখ, হুমায়ুন চত্বর শাখার নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ প্রমুখ।
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিগত ০২ নভেম্বর সভায় জানানো হয় যৌক্তিক ৫ দফা দাবী অচিরেই বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হচ্ছে না, এমনকি যৌক্তিক দাবি দাওয়া কে পাশ কাটাতে নতুন করে মিমাংশীত বিষয়, গ্রীল সংযোজনের বিষয় নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গ্রীল লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ শ্রমিকদের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট সকল প্রশাসনের শুভবুদ্ধির উদয় ঘটবে বলে আমরা আশাবাদী। এ অবস্থায় সমূহ দাবীগুলি ২০ ডিসেম্বরের মধ্যে সত্তর বাস্তবায়ন না হলে সিএনজি চালিত অটোরিক্সার কর্মরত ৪০ হাজার শ্রমিকরা আগামী ২১ ও ২২ ডিসেম্বর- ২০২০ইং ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করার ডাক দিয়েছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা। বক্তারা অনতিবিলম্বে ব্যাংক চালানকৃত অনটেস্ট গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজ দেওয়ার জোর দাবী জানান। পাশাপাশি নেতৃবৃন্দরা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রশাসনের সম্মুখে অবাধে চলছে বেটারি চালিত টমটম। প্রশাসনকে এসব টমটম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
Leave a Reply