একরাম হাসানঃ
গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ৬ বোতল অফিসার্স চয়েজ মদ সহ মাদক ব্যবসায়ী সোহেল আহমদ ওরফে প্রকাশ রানা (৩২)-কে গ্রেফতার করছে পুলিশ। সে ফাজিলপুর পুর্ব পাড়া গ্রামের মৃত তৈয়ব আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার ১৩ই ডিসেম্বর) রাত ১০.৩০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরীর নির্দেশক্রমে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর তত্বাবধানে এস আই মামুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ রানাপিং বাজারের নিকটবর্তী ফাজিল পুর গ্রামের রাস্তার মুখ থেকে তাকে গ্রেফতার করে।
আটককৃত সুহেলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে আজ সোমবার প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
Leave a Reply