গীতিকবি সাবেক চেয়ারম্যান ফকির আছকির আলী
বিশ্ব ব্যাপি আতংকিত
কে দেয় কারে শান্তনা
খোদা তালার গজব এই সব
মরণ ব্যাধি করোনা।
প্রথম শুরু চিন দেশে
তাদের এই সব কর্ম দোষে
মুসলিম নিধন অনায়াসে
বিশ্ব কি তাই দেখেনা,
তাইত গজব শুরু হইল
হিসাব ছাড়া প্রাণ গেল
চায়নারা সব টের পাইল
মুসলিম এখন মারেনা।।
আমেরিকা ইংলেন্ড জার্মান
হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান
এক জুট হয়ে মারতে চায় মান
মুসলিম রাখতে দেবে না,
এই সব যত দেশ রয়েছে
তাদের গজব শুরু হইছে
বিপর্যয় তাই ডেকে আনছে
রক্ষা কেহ পাইবে না।।
ইতালি ইরান লাশের সারি
যেমন একটি মৃত্যু পুরি
যারা করে ডায় ডাক্তারী
তাদেরও প্রাণ বাঁচে না,
একে অন্যে থাকে দূরে
কান্না কাটি ঘরে ঘরে
কখন যে কারে মারে
ধরলে রে ভাই ছাড়ে না।।
মুসলিম কিছু দেশ রয়েছে
ওরাও তাদের ইন্দন দিছে
নিজের স্বার্থে ডুবে গেছে
বিপদ সামনে ভাবছেনা,
যখন বিপদ সামনে এল
ভুল সুধরাইতে শুরু হইল
খালেদা জিয়া মুক্তি পাইল
বিশ্ব জুড়ে রটনা।।
ঐ জন্য তাই মহামারী
আসে না কাজে ঔষধ বড়ি
কোথায় গেল বাহাদুরী
কোথায় অস্ত্রের কারখানা,
এখন খোদার গজব ঠেকাও
অস্ত্র নিয়ে রুখে দাড়াও
লকডাউন নয় রাস্তায় বাড়াও
রাডারে কেন ধরেনা।।
এখন ইসলাম করে বিশ্বাস
কত যে প্রাণ করল বিনাশ
মানুষ যে হয়, খোদারই দাস
এইসব বিশ্বাস করত না
ফকির কবি আছকির আলী
বিশ্বে কত মুসলিম হইলি
কালিমা পড়ে ঈমান আনলি
মুসলিম রুখতে পারলেনা।।
Leave a Reply