সুনামগন্জ অফিস ::
১৬ই ডিসেম্ভর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ছাতক উপজেলাবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এক বিবৃতিতে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীনতার যুদ্ধ হতনা, আর যুদ্ধ না হলে আমাদের এই লাল সবুজের বাংলাদেশও স্বাধীন হতো না। স্বাধীনতার মহা নায়ক স্বাধীন বাংলার স্থপতি বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গ বন্ধুর ডাকে সারা দিয়ে স্বাধীনতার যুদ্ধে অংশ গ্রহন করে সকল বীর মুক্তিযোদ্ধারা তাদের শরিরের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে একটি লাল সবুজের পতাকা ও আজকের এ স্বাধীনতা এনে দিয়েছেন।
মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়মীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে তখনই মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের বিভিন্ন ভাবে সম্মাননা প্রদান করা সম্ভব হয়। যে ভাবে সুনামগঞ্জ জেলার সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মানে সুনামগঞ্জের প্রবেশ পথ ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে নবনির্মতি চত্বরকে “বীর মুক্তিযোদ্ধা চত্বর৭১” ঘোষনা করা হয়েছে। তিনি জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদের শারিরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আগামীতেও সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং দেশের সকল শ্রেণী পেশার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করে যাব।
Leave a Reply