সুনামগঞ্জ প্রতিনিধি ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ১০০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করেছে র্যাব ৯।
আজ শনিবার (০২ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জামেয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদীস মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন র্যাব ৯ সুনামগঞ্জের অধিনায়ক ফয়সাল আহমেদ, এসপি আব্দুল্লাহ, ডিএডি জাহিদুল ইসলাম, হাবিলদার দেলোয়ার হোসেন, এসআই খালিদুর, সার্জেন্ট সেলিম, মাওলানা বদরুল আলম প্রমুখ।
খাদ্য বিতরণ শেষে র্যাব ৯ সুনামগঞ্জের অধিনায়ক ফয়সাল আহমেদ জানান, মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে (০১ জানুয়ারী) থেকে আমরা সুনামগঞ্জ শহরে র্যাব সেবা সপ্তাহ ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করছি। আগামী (০৭ জানুয়ারী) পর্যন্ত আমাদের ঐ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply