জগন্নাথপুর প্রতিনিধি :-
জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে দুটি ডেন্টাল প্রতিষ্টানকে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হাসপাতাল পয়েন্ট এলাকায় অবস্থিত ডিজিটাল ডেন্টাল সার্জারীকে ২০হাজার টাকা ও নাছিমা ডেন্টাল কেয়ারকে ২০হাজার টাকা সহ মোট ৪০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডাক্তার নাজমুল ইসলাম মাসুদ, জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলাম সহ পুলিশদল উপস্থিত ছিলেন। এসিল্যান্ড মো: ইয়াসির আরাফাত জানান, নিয়ম বর্হিভূতভাবে ডাক্তার বিহীন ডেন্টাল টেকনোলজিষ্ট দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অপরাধে প্রতিষ্টান দুটিকে জরিমানা করা হয়েছে। ডেন্টাল প্রতিষ্টান পরিচালনার জন্য প্রয়োনীয় ডাক্তার ও সরকারী অনুমোদনের জন্য প্রতিষ্টান দুটিকে বলা হয়েছে। এদিকে প্রতিষ্টান দুটির বিরুদ্ধে বিভিন্ন ডাক্তারের নাম ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভ্রাম্যমান আদালতকে উপস্থিত অনেকেই ধন্যবাদ জানিয়ে বলেন অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে অভিযান পরিচালনা করলে সাধারন রোগীরা প্রতারনার হাত থেকে রক্ষা পাবে।
Leave a Reply