রিয়াজ রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে –
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাদা মনের মানুষ পৌর শহরের হবিবপুর মাঝপাড়া এলাকার মরহুম আলহাজ্ব মন্তেশ্বর আলীর সহধর্মিনী রত্মগর্ভা মা সাজেদা খানম এর দাফন সম্পন্ন হয়েছে। আজ ১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুর ২টায় হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ আগে মরহুমা সাজেদা খানমের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমার ছোট ছেলে যুক্তরাজ্য প্রবাসী তালুকদার ফয়েজ শিমুল।
এসময় মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বেসরকারী ভাবে নব নির্বাচিত জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার। জানাযার নামাজে ইমামতি করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান। জানাযার নামাজে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পেশাজীবির ধর্মপ্রান মুসল্লীগন অংশ নেন।সাজেদা খানম (৭৩) ৮ জানুয়ারি শুক্রবার যুক্তরাজ্যস্থ নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতী নাতনীন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। যুক্তরাজ্য প্রবাসী বিৃটিশ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের পরিবারের যৌথ উদ্যোগে উনার রত্মগর্ভা মা মরহুমা সাজেদা খানমের নামে নারী শিক্ষার প্রসারে ২০০৬ সালে হবিবপুরে তাদের নিজস্ব ভূমির উপর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
Leave a Reply