ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র ও দলীয় নেতাকর্মীদের হয়রানি মূলক গ্রেপ্তার বন্ধের দাবীতে সুনামগঞ্জের ধর্মপাশায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়মীলীগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার নাজিম উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ আলা উদ্দিন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ,ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
সম্প্রতি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনই জলমহালে শ্যামাচরণ বর্মণ (৬৫) নামের এক বৃদ্ধ হত্যার ঘটনায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply