রিয়াজ রহমান :–
জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক রোড উপ কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ জানুয়ারী)দুপুরে জগন্নাথপুর সি/এ মার্কেটস্থ শ্রমিক কার্যালয়ে জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক রোড উপ- কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক রোড উপ-কমিটির সভাপতি মো: রব্বানী মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক রোড উপ-কমিটির সাধারন সম্পাদক মো:রেজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সাধারন সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সিজাউল করিম,সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বোরান উদ্দিন,সহ-সভাপতি আনোয়ার হোসেন,সহ-সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মিছবা উদ্দিন, সদস্য মিন্টু মিয়া, বশির মিয়া, জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক রোড উপ কমিটির প্রতিষ্ঠাতা সৈয়দ জিতু মিয়া, বাবুল নাথ, কদরিছ আলী প্রমূখ। সাধারন সভায় বিগত বছরের আয়-ব্যয়ের লিখিত হিসাব পাঠ করেন জগন্নাথপুর বাস মিনিবাস রোড উপ কমিঠির সাধারন সম্পাদক মো: রেজন মিয়া।
Leave a Reply