মুহিবুর রেজা টুনুসুনামগঞ্জ প্রতিনিধি:–
সুসক সুনামগঞ্জ প্রিমিয়ার দ্বৈত ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্টিত
ফাইনাল খেলায় শ্যামল ও রনি জুটি বনাম মোস্তাক-প্রনয় জুটির মধ্যে খেলা অনুষ্টিত হয়।
ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে শ্যামল -রনি জুটি এবং রানারআপ হয়েছে মোস্তাক -প্রনয় জুটি।
আজ রাত সুসক সুনামগঞ্জ দ্বৈত ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগ ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেণ,সুনামগন্জ পৌরসভার মেয়র জনাব নাদের বখত ।৭নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান জামিল আনাছ, সাবেক কাউন্সিল আব্দুল্লাহ আল নোমান ।
এসময় আরো উপস্থিত ছিলেন,সুসক-৯৪ ক্লাবের সভাপতি আমানুল হক রাসেল, সহসভাপতি শাকিল আহমদ, সহসভাপতি অলিউর রহমান, সহসভাপতি এটি এম শাহীন রেজা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক উসমান গণি উত্তম, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম মজনু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস শাহিদ, ছায়াদ, মাসুদ আহমেদ, শামসুজ্জামান, মাসুদ (সমবায়) প্রমুখ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার পৌর মেয়র নাদের বখত ।
Leave a Reply