হবিগঞ্জ সংবাদতাতাঃ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ নং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে শিশুর ঝগড়া কে কেন্দ্র করে সফিক মিয়ার অন্তসত্তা স্ত্রী ফুলেমা খাতুন (৩৫) কে হামলা মারধর ও নির্যাতন করছে একই গ্রামের প্রতি পক্ষের লোকজন। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত ৩ ফেব্রয়ারি বুধবার গৃহবধু ফুলেমার প্রসব বেদনা শুরু হলে তাকে হবিগঞ্জ ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহসপ্রতিবার সন্ধায় ওই গৃহবধূ মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনায় খবর এলাকায় ছরিয়ে পড়লে তোলপার সৃষ্টি হয়।গৃহবধু ফুলেমার স্বামি সফিক মিয়া হাসপাতালে সাংবাদিকদের জানায় গত ২৮/১১/২০২০ ইং সালে তার স্ত্রী ফুলেমা কে হামলা মারধর ও নির্যাতন করে একই গ্রামের ছাদেক মিয়ার নেতৃত্তে৩/৪ জনের একদল লোক। পরে আহত ফুলেমা বাদি হয়ে অতিরিক্ত চীফ জুডিসিসাল ম্যাজিষ্ট্রেট কগ- ৪ আদালত হবিগঞ্জ বরাবরে ৪ জন কে আসামি করে একটি মামলা দায়ের করে।মামলাটি বিঞ্জ আদালত তদন্তের জন্য বানিয়াচং থানায় প্রেরন করে। মামলার উল্লেখ থাকে য়ে গত ২৮/১১/২০২০ ইং তারিখে অন্তসত্তা গুহবধু ফুলেমার শিশু বাচ্ছা আরিফ কে মারধর করে প্রতিপক্ষ সময় ফুলেমা প্রতিবাদ করিলে ছাদেক মিয়া ও তার লোকজন ফুলেমা কে হামলা করে বেধরক মারপিট নির্যাতন করে গুররুতর আহত করে।পরে তার সুর চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসে উদ্দার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে।
Leave a Reply