হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আক্তার হোসেন পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন। আজ (৭ই ফেব্রুয়ারি) রোজ রবিবার সকাল ১১টায় অনুষ্ঠানিক ভাবে মেয়র আক্তার হোসেনকে পৌর মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার সুধীজন, পৌর নাগরিকবৃন্দ, ব্যবসায়ি,নব-নির্বাচিত কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা,কর্মচারীদের উপস্থিতিতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও প্যানেল মেয়র শফিকুল হক দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় সর্বস্থরের নাগরিক বৃন্দের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ভালবাসায় সিক্ত হন মেয়র ও নব- নির্বাচিত কাউন্সিলরগন। এ উপলক্ষে পৌর পরিষদের আয়োজনে পৌর মিলনায়তনে পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র আক্তার হোসেন,নব-নির্বাচিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ, নব-নির্বাচিত ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, নব-নির্বাচিত ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন,নব-নির্বাচিত মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, নব-নির্বাচিত মহিলা কাউন্সিলর শিল্পি বেগম, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, শিক্ষিকা ছালেহা পারভীন, প্রমূখ। এই সময় ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শাহিন আহমদ, ২ নংওয়ার্ডের কাউন্সিলর জিতু মিয়া, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন,৬নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ছমির উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুবর্ণা শর্মাসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply