স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ স্থগিত আজ (১২ ই) ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর উপজেলা বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ হওয়ার কথা ছিল পৌর বিএনপির সভাপতি সাবেক যুবদল নেতা জনাব আব্দুল মতিন ও সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলামের মধ্যস্থতা আটচল্লিশ ঘন্টার ভিতরে কমিটির বিষয়ে সমাধান করার আশ্বাসে উল্লেখ্যিত বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়। এসময় আনসার মিয়া,শামীনুর রহমান,রফিক আহমদ,শাহিন আহমদ,রুয়েল আহমদ রাজা,হাজী লেবু মিয়া,জাহেদ আহমদ,মোশাররফ হোসেন হেলাল,সৈয়দ আনিসুর রহমান,আশরাফুজ্ামান বাদশা জয়নুল হক,খায়রুল কামালী,সৈয়দমহসিন,আঙ্গুর মিয়া,ধন মিয়া,মোহাম্মদ হুমায়ুন রশীদ,জিয়াউর রহমান।মোঃকয়েছ নূর,মোঃইমরান খান,মোঃসাজ্জাদ নূর,মোঃজুয়েব হোসাইন, মোঃরুবেল আহমদ,মোঃনাহিদ আহমদ,মোঃসায়মন,মোঃজাহিদুল ইসলাম রুবেল, সহ অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply