জগন্নাথপুর অফিস :-
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের লম্পট বিলাল মিয়ার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে চেষ্টায় তার আপন মামী থানায় অভিযোগ দায়ের করেছেন। গত ২২ ফেব্রেুয়ারী রবিবার গন্ধর্বপুর গ্রামের মুছব্বির মিয়ার স্ত্রী বাদী হয়ে জগন্নাথপুর থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়,বিবাদী একজন খারাপ চরিত্রের লোক। গত ২০ফেব্রুয়ারী রাত ১১টায় সুজিয়া বেগম প্রশাব করার জন্য ঘর হইতে বাহির হওয়া মাত্রই লম্পট বিলাল মিয়া তার গায়ে থাকা কামিজে ধরিয়া টানা হেছড়া করিয়া ধর্ষনের চেষ্টা করিলে সুজিয়া বেগমের চিৎকার দেয়। এসময় বিলাল মিয়া লোহার পাত দিয়ে সুজিয়াকে আঘাত করে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত সুজিয়া বেগমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় জগন্নাথপুর থানায় অভিযোগ দায়েরের পর তদন্তের জন্য থানার এস আই শফিকুল ইসলামকে দায়িত্বদেন থানার অফিসার ইনচার্জ । এ ব্যপারে তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগের বিষয় দ্রুত তদন্ত করা হবে।
Leave a Reply