জগন্নাথপুর প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ১১৪নং দক্ষিণ প্রভাকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তির উপস্থিতিতে সরকারী বিধি মোতাবেক সর্বসম্মতি ক্রমে ১জন পূরুষ ও ১ জন মহিলা বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। বিদ্যোৎসাহী সদস্য নির্বাচনের পর সরকারের প্রজ্ঞাপনের আলোকে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি সাইকুল ইসলাম, সহ-সভাপতি বিদ্যোৎসাহী সদস্য পুরুষ মো: খলিল মিয়া, সদস্য বিদ্যোৎসাহী মহিলা সদস্য তাছলিমা বেগম, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মোছাম্মৎ ফাহমিদা সুলতানা,সদস্য স্থানীয় ইউ/পি সদস্য ছায়াদুর রহমান ছায়াদ, সদস্য বিদ্যালয়ের ভূমিদাতা নাজমা বেগম, সদস্য পুরুষ অভিবাবক মো: কামাল আহম্মদ, সদস্য পুরুষ অভিবাবক নূর মিয়া, সদস্য মহিলা অভিবাবক মোছা: সুলেহা বেগম, মোছা: আয়শা বেগম, সদস্য শিক্ষিক প্রতিনিধি মো: আবুল কাশেম। কমিটি গঠনের পর বিদ্যোৎসাহী সদস্য নির্বাচনে নিয়ম নীতি অনুসরণ করা হয়নি মর্মে অনিয়মের অভিযোগ এনে প্রভাকরপুর গ্রামের শাহ্ জামাল গং ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারী জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ ফাহমিদা সুরতানা জানান, সরকারের সকল নিয়ম নীতি মেনে বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষিকা বলেন অভিযোগের বিষয় শুনেছি আশা করি সংশ্লিষ্ট কতৃপক্ষ অভিযোগের বিষয় সঠিক তদন্তের মাধ্যমে বিদ্যালয়টি সঠিকভাবে পরিচালনা করতে ব্যবস্থা গ্রহন করবেন। বিদ্যালয়ের সহ-সভাপতি ও পুরুষ বিদ্যোৎসাহী সদস্য মো: খলিল মিয়া জানান, এলাকার গন্যমান্য ব্যাক্তি, শিক্ষার্থীদের অভিবাবক , বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে অধিকাংশ উপস্থিতির সম্মতিক্রমে আমাকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। আমি ও আমার পরিবার অনেক দিন যাবত আমাদের দক্ষিণ প্রভাকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে বিদ্যালযের শিক্ষক সংকট থাকায় আমাদের পরিবারের অর্থায়নে দুইজন প্যারা শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বিদ্যালয়ের উন্নয়ন যাদের কাম্য নয় তারা বিদ্যালয়ের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে বিভিন্ন ভাবে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
Leave a Reply