মুহিবুর রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি::
জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের রূপকার প্রধানমন্ত্রী কৃষকরতœ শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন শহরের আনন্দ শোভাযাত্রা করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ।
ঐতিহাসিক ৭ মার্চ দিবসে গতকাল রবিবার সকালে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে আনন্দ শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় শহিদ মিনার হয়ে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহŸায়ক শাহ আলম শেরুল, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য আনোরুল হক, রফিকুল ইসলাম কালা মিয়া, আবু তাহের, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, সদস্য নুরুল আমিন, এরশাদ মিয়া, শাহ আলম দেলোয়ার, রিঙ্কু কুমার কর, সুব্রত কুমার কর, রুবেল মিয়া, সাইফুল ইসলাম সাইফ, মো. শাহজাহান মিয়া, জাহিদ হাসান পিয়াল, সুবন আহমেদ, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আরমান অপি, সাধারণ সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ।
Leave a Reply