সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রচুর পরিমাণে শিলাসহ ঝড়বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর রাতে জেলার দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই , শাল্লাসহ কয়েকটি উপজেলায় শিলা বৃষ্টির কবলে ধান ও সবজির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
প্রলয়কারী শিলা বৃষ্টি আঘাত হেনেছে কৃষকের স্বপ্নে। শ্রম গামে চাষকৃত জমিতে ভালো ফলনের আশা জাগলেও উৎপাদনের অন্তিম লগ্নে আশাকে দূরশায় পরিণত করেছে প্রকৃতি দানব শিলাবৃষ্টি। শিলার আঘাতে মাটির সাথে মিশে গেছে অনেক কৃষকের সোনালী ধানের স্বপ্ন।
শিলাবৃষ্টিতে শাল্লা উপজেলায় ব্যাপক মৌসুমী সবজি ক্ষেতের ফসল ও ধানগাছের চারা নষ্ট হয়েছে। তবে ধান গাছে ফসল আসার প্রাথমিক পর্যায়ে থাকায় ক্ষয়ক্ষতি তেমনটা হয়নি বলে দাবি কৃষি বিভাগের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, শিলা বৃষ্টিতে জেলার শাল্লা উপজেলায় বোরো ধানের চারা ও মৌসুমী সবজির ক্ষতি হয়েছে। এই উপজেলায় দেড় হাজার হেক্টর জমির ফসল শিলা বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।
যার ৫ থেকে ১০ ভাগ ক্ষতি হবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে কৃষি বিভাগের দেয়া এমন তথ্যের চেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন কৃষকরা।
শাল্লা উপজেলার কৃষক বিকাশ রঞ্জন চৌধুরী বলেন, আমার ৩৩ শত জমিতে সূর্যমূখী ফুল, কয়েক ভিগা জমিতে মিষ্টিকুমরা, বেগুনের ফলন এবার অনেক ভালো হয়েছিল। লাভবান হওয়ার পথে ছিলাম।
গত রাতের শিলাবৃষ্টিতে সব শেষ করে দিয়েছে। এতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠা সম্ভব নয় বলে জানান তিনি।
উপজেলায় ইয়ারাবাদ এলাকার কৃষক সাইফুর রহমান বলেন, এবার ৫৫ কেয়ার জমি চাষ করি। আর কিছু দিন পার ধান ঘরে তুলার কথা। শিলা বৃষ্টিতে সব শেষ। পথে বসে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
জেলা কৃষি সম্প্রশারণ বিভাগের উপ পরিচালক মো. ফরিদুল হাসান বলেন, সুনামগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শাল্লা উপজেলায় একটু বেশি আক্রান্ত হয়েছে। শিলা বৃষ্টিতে দেড় হাজার হেক্টর জমির আক্রান্ত হয়েছে। যার ৫-১০ ভাগ ক্ষতি হতে পারে।
তবে বৃষ্টি ফলে কৃষির সামুষ্টিক লাভ হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply