মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের হাজী শরিয়ত উল্লাহর ছেলে মোঃ আব্দুল বাছিত এর দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল তাহিদ এর আর্থিক সহযোগিতায় বিভিন্ন প্রজাতির ফলের বাগান চাষ শুরু করেন।
আব্দুল বাছিত জানান যুক্তরাজ্য প্রবাসী আমার বড় ভাই এর আর্থিক সহযোগিতায় বেকারত্ব দুর করার লক্ষে আমি প্রাথমিক ভাবে নাগপুরি ও চায়না প্রজাতির কমলা, মালটা, চয়না প্রজাতীর লেচু, বরিশালী আমড়া, বারমাসী প্রজাতির কাঁঠাল, কাটিমুন, আমরূপালী,হিমসাগর ও লেংরা প্রজাতির আমের ছাড়া, ডালিম, পেয়ারা হাইব্রিড, সফেদা, আতাফল, লং, দারুচিনি, এলাচি, তেজপাতা,জাম, জামম্বুরা, নারিকেল, কুল বরই, লুকলুকি, বুভি, নাগামরিছ, পেঁপে ও লেবু গাছ রুপন করছি।
তিনি আরো বলেন বাগানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের বিদ্যুতের প্রয়োজন বিদ্যুত না থাকায় চারা গাছের পরিচর্যা করতে একটু সমস্যা হচ্ছে তবে আমি বিদ্যুতের আবেদন করছি কর্তৃপক্ষ একুটু সুদৃষ্টি দিলে তাড়াতাড়ি বিদ্যুত পেয়ে যাব বলে আমি আশাবাদী। আপাতত আমি বিভিন্ন প্রজাতির ৩০০টি চারা রোপন করছি প্রায় ১একর ৫শতক জায়গা নিয়ে আমি উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করব তিনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আরো বিভিন্ন প্রজাতির উন্নত জাতের চারা নিয়ে বাগানের পরিধি বাড়িয়ে নিব। আমার বাগানে আম গাছে ছোট ছোট আম ধরেছে আমি আশাবাদী আমার এই উদ্যোগে আমি সফল হব। আমার এই চিন্তাধারাকে কাজে লাগিয়ে এলাকার বেকার যুবকদের কর্ম সংস্থানের সুযোগ করতে পারব।
এদিকে তিনি নিজ উদ্যোগে এই বাগানের পার্শে একটি মসজিদ নির্মানের জন্য মাটি ভরাটের কাজ শুরু করছেন।
Leave a Reply