স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতির মামলার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে । এঘটনায় ৩ পুলিশ আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত
রোববার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটলেও এখন পর্যন্ত পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য রোববার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুস শহিদ (৪৫)কে অভিযান চালিয়ে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় শান্তি বাজারে আসা মাত্র আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামি আব্দুস শহিদকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আহমদ বলেন, ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি আব্দুস শহিদকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে পুলিশকে মারধর করে আসামিকে ছনিয়ে নিয়ে গেছে আসামির স্বজনরা।
এঘটনায় আমাদের ৩ পুলিশ সদস্য আহত হন। পলাতক আসামিকে গ্রেফতার করা যায়নি । তবে এঘটনায় ৪জনকে রাতে আটক করা হয়েছে।
Leave a Reply