জগন্নাথপুর অফিস ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মালবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় একটি অটোরিকশার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অটো থাকা ৫ যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার(২০শে মার্চ) দুপুরে জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি মহাসড়কের গন্ধর্ব্বপুর গ্রামের ভাঙ্গাপুল নামক স্থানে এই দুর্ঘনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রানীগঞ্জবাজার এলাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক উপজেলা সদরের উদেশ্যে রওয়ানা দেয়।গন্ধর্বপুরের ব্রিজে ওঠা মাত্র হঠাৎ করে একটি বাছুর ট্রাকের সামনে এগিয়ে এলে চালক বাছুরটিকে বাঁচাতে গাড়িটি দ্রুত ব্রেক করেন। এসময় অপর একটি সিএনজি চালিত অটোরিকশা ট্রাকের পিছনে ধাক্কা লেগে অটোটি দুমরে মুছরে পড়ে। এ সময় অটোচালক রুবেল মিয়া (৩৫), নুরজাহার খাতুন (৩২), মুজিবুর হক (২০), হুসেন মিয়া (৫৫), জামাল মিয়া (৬০) আহত হয়। এরমধ্যে আহত জামাল মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে। অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আলম সিদ্দিকি বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ৫জনের মধ্যে ৪ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অপর আহত ১জনকে সিলেটে ওসমানি হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
Leave a Reply