নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালী জেলার বেগমগঞ্জের এশলাশপুরে এক নারীকে বিবস্ত্র করে মধ্য যুগি কায়দায় নির্যাতন করা হয়। নির্যাতনে দায়ের করা মামলায় দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয় ।
শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন বুধবার (২৪ মার্চ) দুপুরে এ আদেশ দেন। এ সময় অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়া হয়।
এর আগে ২০২০ সালের ৫ অক্টোবর ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে ১৪ ডিসেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মামুনুর রশিদ লাভলু সংবাদ মাধ্যমকে বলেন, শুনানীকালে আসামিদের মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।
উল্লেখ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত বছরের ৪ অক্টোবর সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পরই তৎপর হয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা দেলোয়ারসহ ১৪জনকে গ্রেফতার করে।
Leave a Reply