মুহিবুর রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঈদের দাওয়াতে শশুর বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে । আজ রোববার দুপুরে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামের পাশে নদীতে গোসল করতে নেমে এ হতাহতের ঘটনাটি ঘটে ।
নিহত জামাই সাব্বির হাসান ওরফে বিকছান (৪০) একই উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত নিধান আলীর প্রথম পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে জামাই সাব্বির হোসেন পুরান বারুঙ্কা গ্রামের রক্তি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। অনেকক্ষণ খোঁজাখুজির পরও নিখোজ সাব্বির হোসেনের কোন সন্ধান না পাওয়া যায়নি পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বম্ভপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম নদী থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল লতিফ তরফদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply