জগন্নাথপুর অফিস:-
জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে সরকারি ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার বিকেলে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের চুরিকাঘাতে গুরুতর আহত উজ্জল মিয়া চৌধুরী (২৮) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত উজ্জল মিয়া চৌধুরী কচুরকান্দি মক্রমপুরী বাড়ির মৃত আকলু মিয়ার ছেলে।
নিহতের ভাই আজাদ মিয়া চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সংঘর্ষের ঘটনায় কচুরকান্দি গ্রামের লন্ডন প্রবাসী হাশিম মিয়াকে (৪৮) পুলিশ আটক করেছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় ১জনকে আটক করা হয়েছে। থানায় এখনো কোন মামলা হয়নি।
Leave a Reply