সিলেট প্রতিনিধি::
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্বেরগাঁও গ্রামে অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পরে স্থানীয়রা রাতেই ওই নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছেন।
জানা যায়, বুধবার ওই নারী রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দরজা ভেঙে প্রতিবেশী এক কিশোর ও দুই যুবক তার ঘরে প্রবেশ করে। এর মধ্যে দুইজন নারীর হাত-পা চেপে ধরে এবং অন্যজন ধর্ষণ করে। এ সময় নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে কিশোর ও যুবকরা পালিয়ে যায়। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বক্তব্য শুনে অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।
ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্ষণকারীরা স্থানীয় ইউপি সদস্য আবুল মিয়ার আত্মীয় বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। এ ব্যাপারে ইউপি সদস্য আবুল মিয়া জানান, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন জানান, ভিকটিমকে উদ্ধার করে প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাম করানো হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে।
Leave a Reply