বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের তরুণ সমাজকর্মী লিটু খান গত ৪ জুন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান। এ মৃত্যুযরে কয়েকদিন পর গত ১০ জুন একই এলাকার এক পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তরা হোম আইসোলেশনে আছেন।
এদিকে আজ শনিবার প্রশাসনের পক্ষ থেকে আটঘর এলাকায় করোনায় মারা যাওয়া লিতু খানের বাড়িসহ পাশের আরো ৩ থেকে ৪টি বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে। ওই সব বাড়ির লোকজনকে ১৪দিন হোম কোরেন্টাইনে থাকতে হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আটঘরের ৪ থেকে ৫টি বাড়ি লকডাইন ঘোষনা করা হয়েছে। ওই সব বাড়ির লোকজনকে ১৪দিন হোম কোরেন্টাইনে থাকতে হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আটঘরের ৪ থেকে ৫টি বাড়ি লকডাইন ঘোষনা করা হয়েছে। এছাড়া আমরা আটঘরের বাড়ি বাড়ি ও বাজারের ব্যবসায়িদের দোকানে দোকানে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য জনসচেতনামূলক প্রচারনা করেছি। তিনি জানান, জগন্নাথপুরে এখন পর্যন্ত সর্বমোট ২৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ২২৪ জন। ১৩ জন হোম আইসোলেসনে এবং ১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply