ষ্টাফ রিপোটার::
বহুল প্রচারিত জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এম খলিলুর রহমান রাজু। সম্প্রতি দৈনিক আলোকিত সকাল ‘র সম্পাদক নজরুল ইসলামের লিখিত নিয়োগপত্রের ভিত্তিতে তাকে এ নিয়োগ দেওয়া হয়। ২১ জুন সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আলোকিত সকালের ষ্টাফ রিপোর্টার আশাহীদ আলী আশা আলোকিত সকাল পত্রিকার পক্ষ থেকে এস এম খলিলুর রহমান রাজুকে পরিচয়পত্র(আইডি কার্ড) তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির সিলেট বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ এস এম ফরিদ, বানিয়াচং উপজেলা আহবায়ক সাবাজুর রাহমান খান, সচেতন নাগরিক কমিটির সভাপতি জুপুল রেজা। এবং তিনি বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন । এস এম খলিলুর রহমান রাজু বানিয়াচং উপজেলা ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মাতাপুর গ্রামের এস এম আলী আক্কাস ‘র পুত্র ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব ‘র সভাপতি এস এম খোকনের ছোট ভাই। এছাড়াও তিনি সেরাকণ্ঠ. কম ‘র সম্পাদক ও জাগো সিলেট.কম বানিয়াচং প্রতিনিধি ও গণ টেলিভিশনের ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সঠিক ভাবে দায়িত্ব পালনে বানিয়াচং ও হবিগঞ্জে কর্মরত সাংবাদিক ও সকল শ্রেণী পেশার লোকজনের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply