সুনামগঞ্জ প্রতিনিধি::
মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের অনুপস্থিতিতে জেলার ত্যাগী নেতারা বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের নেতৃত্বে শহরের রমিজ বিপণীস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে জেলা,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ ও মৎস্যজীবিলীগের শত শত ত্যাগী নেতারা একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কোর্টের ঐতিহ্যবাহি যাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকেলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,জুনেদ আহমদ,আইন বিষয়ক সম্পাদক এড. মো. আব্দুল করিম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,সদস্য এড. কল্লোল তালুকদার চপল,এড. মিজান,অমল চৌধুরী,পৌরারং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্মৃতি রঞ্জন দাস সাধারন সম্পাদক হোসেন আলী,জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,সদস্য সবুজ কান্তি দাস,পৌরসভার সাবেক সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন,জেলা কৃষকলীগ নেতা যথীন্দ্র মোহন তালুকদার,সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল,সহ সভাপতি মো. জেবুল মিয়া,পাভেল আহমদ,স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম ফরহাদ,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে,সহ সভাপতি হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ ও অমিয় মৈত্র প্রমুখ।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন,স্বাধীনতার পক্ষের সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আমেরিকাতে আর সাধারন সম্পাদক ঢাকায় অবস্থান করছেন। অথচ এই জেলার যেকোন আন্দোলন সংগ্রামে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রাজপথে পুলিশের পিঠুনি খাওয়া ত্যাগী নেতারা আজ প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়ে জাতির পিতার হাতে গড়া সংগঠন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি বলেন আওয়ামীলীগের যেকোন আন্দোলন সংগ্রামে তিনি জেলা ও উপজেলা পর্যায়ের সকল ত্যাগী নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোন নির্দেশ বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গীকান ব্যক্ত করেন। তিনি আরো বলেন,যারা সুবিধাভোগী হিসেবে দলে ঘাপটি মেরে রয়েছেন নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে শেখ হাসিনার প্রার্থীদের পরাজিত করতে মরিয়া হয়ে উঠেন তাদের কার্যকলাপ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা পর্যবেক্ষন করার দাবী জানান এবং আগামী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কাউন্সিলের ত্যাগী নেতাদের মূল্যায়নেরও দাবী জানান।
Leave a Reply