মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নারীদের কর্মসংস্থানের লক্ষে ৪৮ জন দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী ও উন্নয়ন তহবিলের আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়।
আজ ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার প্রমূখ।
সভায় বক্তারা দরিদ্র জনগোষ্ঠীর কল্যানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের প্রসংশা করে বলেন, দরিদ্র জনগোষ্ঠীর নারীদের কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ একটি মহৎ উদ্যোগ। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা সেলাই কর্যক্রমে নারীদের আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান। এসময় ৪৮ জন দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply