মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিস নেতা সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুল হক (৪২) কে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
জয়নুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়। আজ ২৬ জুন শনিবার তাকে সুনামগঞ্জ কারাগারে প্রেরন করা হয়েছে।
জয়নুল হক জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের মরহুম ছুুুফি মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, গতকাল ২৫ জুন শুক্রবার রাতে উপজেলার পাটলী এলাকায় অবস্থান কালে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঐএলাকায় অভিযান চালিয়ে জয়নুল হককে গ্রেফতার করা হয়।
বিগত ১৮ মে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে হাফিজ মাওলানা ইউসুফ আলীর বাড়িতে জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা গোপন বৈঠক করেন। বৈঠকে সরকার বিরোধী তৎপরতা ও রাষ্ট্রদ্রোহী নাশকতা মূলক পরিকল্পনা করেছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ রাষ্ট্রদ্রোহী নাশকতার তৎপরতার অভিযোগে ৩ জনকে আটক করেন। এঘটনায় ১৬ জনকে আসামী করে মামলা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক রাজিব আহমদ জানান, ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আজ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া এই মামলায় আরো ৫ জনকে ইতি পূর্বে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply