মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে লকডাউ মানার আগ্রহ নেই জনসাধারণের। সরকার কভিড-১৯ সংক্রমন রোধে সারাদেশ জুরে সীমিত পরিসরে লকডাউন ঘোষনা দিয়ে প্রজ্ঞাপন জারী করে। প্রজ্ঞাপনে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তার একটাও মানছেনা জগন্নাথপুর উপজেলার জনসাধারন।
আজ ২৮ জুন সোমবার সরজমিন ঘুরে দেখা যায়, জগন্নাথপুর পৌরসভার প্রধান সড়ক জগন্নাথপুর রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুক্তিযুদ্ধা অফিসের সামনে তীব্র যানজট লেগে আছে।সরকারী নিদর্শনা অনুযায়ী রিক্সা ও মোটরসাইকেল ছাড়া অন্য সবরকম যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এই এলাকায় দূরপাল্লার বাস ছাড়া সবধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক এবং দোকানগুলো পূর্বের মতোই চলছে। তবে সীমিত লকডাউনে আজ প্রথম দিনে জনসাধারণের উপস্থিতি ছিল সীমিত।
অন্যদিকে করোনা সংক্রমনরোধে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জগন্নাথপুর বাজারে মাইকিং করে প্রচারনা চালানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, করোনা সংক্রমন রোধে ব্যাপক ভাবে প্রচারনা চালানো হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরুতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
Leave a Reply