জগনাথপুর অফিস ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা তাবুস মিয়া তিনির ছেলে কে সাত বছর পর খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা। সূত্র জানায় প্রায় সাত বছর পূর্বে তাবুস মিয়ার ছেলে মোহাম্মদ ফরহাদ মসজিদ থেকে হারিয়ে যায় পর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জগনাথপুর থানা সাধারণ ডায়েরি করা হয়। অবশেষে দীর্ঘ সাত বছর পর (৫ জুলাই) সোমবার সন্ধ্যা সাত ঘটিকা সময় জগন্নাথপুর সুনামগঞ্জ রোডস্থ লাকি মঞ্জিলের সামনে ছেলেটিকে দেখতে পায় তার আপন ফুফাতো ভাই সে তার মাকে খবর দিলে ফরহাদের ফুফু তার ছোটবেলার ছবি নিয়ে সেখানে উপস্থিত হন। ছেলেটির ছোটবেলার ছবির সাথে মিল দেখে জগনাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব আহমেদ এর সাথে সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়ায় কথা বলে
কল কলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম ইকরছই গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক ও পীর ছালিক আহমদ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকের উপস্থিতিতে ছেলেটি কে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। দুঃখের বিষয় ফরহাদের মা ছেলের সুখে ৩ মাস আগে স্ট্রোক করে মারা যান।
Leave a Reply