মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
আজ পবিত্র ঈদুল আযহার কেনা কাটার শেষ দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন রাস্তায় যানজটে চরম ভোগান্তিতে জনসাধারন।
আজ ২০ জুলাই মঙ্গলবার দিনের অধিকাংশ সময় এই যানজট লেগেই ছিল।
জগন্নাথপুর পৌরশহরের প্রধান সড়ক পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহা সড়কের মুক্তিযোদ্ধা মোড়, জগন্নাথপুর -কলকলিয়া তেলিকোনা রোড, নলজুর নদীর দুই ব্রীজের মুখসহ পৌরপয়েন্টের রানীগঞ্জ রোডে দীর্ঘ লম্বা যানজট দেখা গিয়াছে।
দীর্ঘ লম্বা যানজট নিরসনের দায়িত্বশীল ট্রাফিক পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যানজট সমস্যা সমাধানে হিমশিম খেতে হয়েছে।
ওপরদিকে চিলাউড়া হলদিপুর ও ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট অস্থায়ী অটো রিকশা, টেম্পু স্ট্যান্ড, হেলিপ্যাড এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কে যানজটের কারণে সীমাহীন দূর্ভোগ পুহাতে হয়েছে জনসাধারণের।
এছাড়াও আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আযহার কেনাকাটায় জগন্নাথপুর বাজারের বিভিন্ন বিপণী বিতান ও মুদি দোকানে মানুষের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে বেশীর ভাগ মানুষ মাস্ক ছাড়া গাদাগাদি করে চলাফেরা করতে দেখা যায়। জগন্নাথপুরের সচেতন মহল বলছেন একারনে এই উপজেলায় দিন দিন করোনা সংক্রমন বৃদ্ধি পাচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা সব সময় মাঠে কাজ করছি।
Leave a Reply