মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল আযহা পরবর্তী কঠোর লকডাউনের প্রথম দিনে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ ২৩ জুলাই শুক্রবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমুপম দাসের পৃথক অভিযানে এই জরিমানা প্রদান করা হয়।
করোনাভাইরাস সংক্রমন রোধে দেশজুড়ে শুক্রবার থেকে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হলে লকডাউন কার্যকর করতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে আজ প্রথম দিনে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে জগন্নাথপুর বাজার, হাসপাতাল পয়েন্ট, পৌর শহরের কেশবপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় নয় ব্যবসায়ীকে ৪০০০/- টাকা জরিমানা করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষে আমরা সবসময় মাঠে কাজ করছি।
Leave a Reply