মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈশ্বিক মহামারী করোনার তৃতীয় ঢেউয়ের কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিনে সরকারী বিধিনিষেধ না মানায় পনের ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।
আজ ২৪ জুলাই শনিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমুপম দাসের পৃথক অভিযানে এই জরিমানা প্রদান করা হয়।
করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে দেশজুড়ে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হলেও দ্বিতীয় দিনের লকডাউন কার্যকর করতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে জগন্নাথপুর বাজারসহ,বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় ১৫ প্রতিষ্টানকে ছয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষে আমরা মাঠে কাজ করছি।
Leave a Reply