অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জন প্রশাসনমন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে পারভেজ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ম্যুরাল ভাংচুরের পরপরই পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। বিকালের দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা শহরের আখড়া বাজার সেতুর উত্তর দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বর সংলগ্ন এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিীক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া পারভেজ জেলার ইটনা উপজেলার রায়টুটী পশ্চিমপাড়ার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে। সে শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকে।
তিনি আরো জানান, ম্যুরাল ভাংচুরের ঘটনায় সকালে কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত পরিচয়ের আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে পারভেজকে পুলিশ আটক করে।
Leave a Reply